• House- 04, Road- 1, Block- A,
    Section- 11, Mirpur, Dhaka- 1213.

  • +88 02-55033987
    +88 01819850148

  • info@sfdw.org
    fb.com/SFDWbd

14th Citi Microentrepreneurship
Awards Application Form
Last Date of submission 20/02/2019

 

New Career

নিম্নলিখিত শর্তসাপেক্ষে যোগ্য ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দেয়া হবে

শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভা ন্টেজড উইমেন

(নারীর ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশন)

“শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন” একটি ঋদানকারী প্রতিষ্ঠান যা মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কর্মসূচি বাস্তবায়ন এবং সম্প্রসারণের জন্য নিম্নলিখিত শর্তসাপেক্ষে যোগ্য ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দেয়া হবেঃ

ক্রঃ নং

পদের নাম

পদ সংখ্যা

শিক্ষাগত

যোগ্যতা

বয়স

মাসিক বেতন

অভিজ্ঞতা

এরিয়া
সুপারভাইজার

৩০

স্নাতক/ স্নাতকোত্তর

সর্বোচ্চ ৪৫ বছর

৩০,০০০ থেকে ৩৮,০০০ টাকা

ক্ষুদ্রঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার/এরিয়া সুপারভাইজার হিসেবে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

শাখা ব্যবস্থাপক

৬০

স্নাতক/ স্নাতকোত্তর

সর্বোচ্চ ৪০বছর

২০,০০০ থেকে ৩০,০০০ টাকা

ক্ষুদ্রঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক

৫০

স্নাতকোত্তর

২৮-৩৪ বছর

শিক্ষানবীশকালে ১৮০০০ টাকা, স্থায়ীকরণের পর ২২,৪২৮ টাকা

অভিজ্ঞতার প্রয়োজন নেইতবে স্নাতকত্তোর ডিগ্রীতে ন্যূনতম জিপিএ .৩ এবং এস এস সি ও এইচ এস সি-তে জিপিএ ন্যূনতম ৪ পেতে হবে,

সিনিয়র ক্রেডিট অফিসার

(মাঠ কর্মী)

১০০

স্নাতক/ স্নাতকোত্তর

সর্বোচ্চ বছর

১৫,০০০ থেকে ২০,০০০ টাকা

এছাড়াও প্রতিমাসে ফিল্ড ট্রিপস্ =১৫০০/-

জাতীয় পর্যায়ের এনিজিও তে এককভাবে ৮০ লক্ষ টাকার উর্ধ্বে ঋণ স্থিতি নিয়ে কাজ করার ন্যূনতম বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ক্রেডিট অফিসার (মাঠ কর্মী)

৪০০

ন্যূনতম স্নাতক

সর্বোচ্চ ৩২ বছর

শিক্ষানবীশকালে ১৩,৫০০ টাকা, স্থায়ীকরণের পর , টাকা এছাড়াও প্রতিমাসে ফিল্ড ট্রিপস‌্ ,৫০০ টাকা।

অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র্রঋণ কর্মসূচিতে দেশের প্রত্যন্ত এলাকায় কাজ করার মন-মানসিকতা থাকতে হবে। বৃহত্তর ঢাকা জেলা,কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের আবেদন গ্রহন করা হবে।

ড্রাইভার

ন্যূনতম অষ্টম শ্রেনী

সর্বোচ্চ ৪০বছর

১৫,০০০ থেকে ১৭,০০০ টাকা

প্রাইভেট কার এবং মাইক্রোবাস চালানোর প্রকৃত ড্রাইভিং লাইসেন্সসহ কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সমগ্র বাংলাদেশ ভ্রমনে আগ্রহী হতে হবে।

 

* ক্রমিক ১- নং পদের শিক্ষানবীশকাল ৬ মাস।

* ক্রমিক ১, ২, ৪ এবং ৬ নং পদের প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।

* ক্রমিক ১-৩ পদের প্রার্থীদের কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল এবং ই-মেইল এ কাজ করা পারদর্শি হতে হবে

* ড্রাইভার পদের জন্য দুপুরের খাবার এবং ওভারটাইমের সুবিধা।

অন্যান্য সুযোগ ও সুবিধাঃ

১) সংস্থার পলিসি অনুযায়ী ফিল্ড ট্রিপস্, মোবাইল বিল, বৈশাখী ভাতা, বছরে ২ টি উসব ভাতা এবং সাপ্তাহিক ২ দিন ছুটি (শুক্র-শনি) সুবিধা।

২) স্থায়ীকরনের পর সংস্থার পলিসি অনুযায়ী নির্ধারিত বেতন স্কেল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটিইনক্রিমেন্ট প্রদেয় হবে।

৩) ক্রেডিট অফিসার পদের প্রার্থীদের আবাসন এবং বাইসাইকেল ব্যবহারের সুবিধা।

৪) দায়িত্বকালীন সময়ে দূর্ঘটনাজনিত চিকিসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী সকল কর্মীর জন্য ১ লাখ টাকা ক্ষতিপূরণ সুবিধা রয়েছে।

৫) মাতৃত্বকালীন ছুটি ৬ মাস।

৬) কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ রয়েছে।

৭) চট্টগ্রাম এবং সিলেট বিভাগের প্রত্যন্ত এলাকায় ক্রেডিট অফিসার এবং বি.এম পদে বিশেষ ভাতা ১০০০/-টাকা প্রযোজ্য।

৮) সর্বোচ্চ কমিশনে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিকেল টেষ্টের সুবিধা।

৯) সংস্থার পলিসি অনুযায়ী মাঠ পর্যায়ের কর্মীদের পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভ প্রদেয় হবে।

 

জামানতঃ

ক্রমিক ১-৫ নং পদে এক মাসের মোট বেতনের সমপরিমান অর্থ জামানত হিসেবে জমা দিতে হবে; যা সংস্থার পলিসি অনুযায়ী ফেরৎ যোগ্য।

 

সকল পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় ৩০০ (তিনশত টাকা) মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের উপর কর্মীর হলফনামা এবং প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে (চাকুরীজীবী) প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে ৩০০ (তিনশত টাকা) মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে হবে।

 

*এরিয়া সুপারভাইজার ও শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের নির্বাচন পরবর্তীতে ৫,০০০ টাকা এবং একাউন্টেন্ট ও ক্রেডিট অফিসার পদের প্রার্থীদের ৩,০০০ টাকা প্রশিক্ষণ ফি বাবদ জমাদান সাপেক্ষে প্রশিক্ষণে অংশগ্রহন করতে হবে। প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষনা করা হবে।

আবেদন করার শর্তাবলী এবং নিয়মাবলীঃ

* ১, ২ এবং ৪ নং পদে বর্তমানে কোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন এমন প্রার্থীদের আবেদনই বিবেচনাযোগ্য।

* ১, ২ এবং ৪ নং পদের আবেদনে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে এবং নিয়োগের প্রমানপত্র সংযুক্ত করতে হবে

* অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে।

*মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এরিয়া সুপারভাইজার ও শাখা ব্যবস্থাপক পদের প্রার্থীদের মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক (মহিলা কর্মী ব্যতিত) কোন প্রার্থী স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার তথ্য ও অন্যান্য তথ্য গোপন করে নির্বাচিত হলে/নিয়োগ পেলে তা ধরা পড়া মাত্র চাকুরীচ্যুত করা হবে।

*খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে, সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসার পদে প্রার্থীদের আগ্রহী এলাকার নাম উল্লেখ করতে হবে

 

*লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS (Shakti-01817-031440) এর মাধ্যমে জানানো হবে।নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।

 

*আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্রের সঙ্গে জীবন-বৃত্তান্ত (অভিজ্ঞতার বিবরণ ধারাবাহিকভাবে উল্লেখ থাকতে হবে), আত্মীয় নয় এমন ২ জন রেফারেন্সকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর সহ প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আগামী ৩০/০/২০১৯ (যারা আগে আবেদন পাঠাবেন তাদের আগে ডাকা হবে) তারিখের মধ্যে নিম্ন বর্ণিত ঠিকানায় প্রের করতে হবে। পরীক্ষা পাশের মূলসনদ প্রকাশিত হয়নি অথবা অধ্যয়নরতদের আবেদনের প্রয়োজন নেই।

 

* আবেদন পাঠানোর ঠিকানা- সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাভান্টেজ্‌ড উইমেন, বাড়ি নম্বর#৪, রোড নম্বর#১ (মেইন রোড), ব্লক#এ, সেকশন-১১, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।

 

 

Apply